মাহবুব সরকার, আরব-আমিরাত:
রবিবার (২ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল নাফিম রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বশর এবং সিনিয়র যুগ্ন সম্পাদক জসীম উদ্দীন তালুকদার এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন খতিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, উপদেষ্টা আব্দুল কুদ্দুস খালেদ এবং উপদেষ্টা আবুল কালাম আজাদ।
এছাড়াও চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান এবং সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ হেলাল উদ্দিন, ইউএই বিএনপি আহবায়ক ইকবাল হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সহ সভাপতি শফিউল আলম, ওবায়দুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ, জিয়া উদ্দীন বাবলু, হামিদুল হক, মইনুল হাসান তুষার, আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক সেলিম শিকদার, নুরুল করিম বাবলু, জালাল উদ্দীন, কায়সার উদ্দিন এবং মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওলানা জাহাঙ্গীর আলম এবং শেষে মাওলানা আবুল কালাম আজাদ এর পরিচালনায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশ জাতির কল্যান কামনায় বিশেষ দুআ করা হয়।
মন্তব্য করুন