মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফফা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক চৌধুরীর প্রবাস তথা আমিরাতে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (৩১ মে) মোছাফ্ফার একটি রেস্টুরেন্ট হলরুমে আলহাজ্ব নুর মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আজিম সিকদার ও মোহাম্মদ ইউছুফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু। সংবর্ধিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আজিজুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইকবাল হোসেন বাদল, জাহাঙ্গীর সেলিম,নাজিম উদ্দিন, আলমগীর চৌধুরী,আবদুল রাজ্জাক, এসএম রফিকুল ইসলাম, সৈয়দ লুৎফুর রহমান, মাহাবুব খন্দকার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ লোকমান প্রমুখ।
বক্তব্য রাখেন রেজাউল করিম, মোহাম্মদ মামুন, জহিরুল ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মোহাম্মদ জামশেদুল আলম, মোহাম্মদ লোকমান তুহিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মাওলানা মোহাম্মদ ইউনুস মোল্লা। অত;পর দাড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য যে আলহাজ্ব আজিজুল হক চৌধুরী
প্রবাসে বিরল কৃতিত্বের অধিকারী ছিলেন। তিনি ৫০ বছরের অধিক সময় আবুধাবিতে অবস্থান করে, ব্যবসা বাণিজ্য করে কোন ধরনের ঝামেলায় বা মামলা মোকদ্দমাায জড়ান নি। নিজের কর্মচারীদেের কাছেও ছিলেন পিতৃতুল্য আর স্হানীয় প্রশাসনের কাছেও ছিলেন স্বচ্ছ ইমেজের অধিকারী। তিনি আবুধাবীর মোছাফ্ফাতে নিজ তত্বাবধানে গড়ে তুলেছেন বাংলাদেশ অটো, বাংলাদেশ অটো রিপ্যায়ার, এবং বাংলাদেশ স্পেয়ার পার্টস সহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান।
মন্তব্য করুন