নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর বিএনপি কর্তৃক ঘোষিত সবুজবাগ থানা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক। এ উপলক্ষে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দলীয় সূত্রে জানা যায়, সবুজবাগ থানায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বশিরুল আলম ফারুক নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বদা কাজ করে যাব। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবুজবাগ থানা হবে অগ্রণী ভূমিকা পালনকারী।”
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সবুজবাগ থানা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ