নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ জুলাই ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হবে—এক দিনও দেরি হবে না।” বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
প্রেস সচিব বলেন, “একটা বিষয়ে নিশ্চিত থাকুন—নির্বাচন পেছাবে না। প্রফেসর ইউনূস যেভাবে সময় বলেছেন, তার একদিনও ব্যত্যয় হবে না।” তিনি আরও জানান, “প্রথমে এপ্রিলের প্রথম দিকে নির্বাচন নিয়ে আলোচনা ছিল, কিন্তু লন্ডনে আলোচনার পর সংস্কার ও প্রস্তুতির ভিত্তিতে ফেব্রুয়ারি ধরা হয়। আমরা এখনো সেই সময়সূচির মধ্যেই আছি।”
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা আশা করি এই নির্বাচন হবে উৎসবমুখর। যদিও প্রতিটি নির্বাচনেই কিছু সহিংসতা দেখা যায়, এবারের নির্বাচনে তা শূন্যের কোটায় নামিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।”
তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, “একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, এই বক্তব্য নির্বাচনের সময়সূচি এবং সহিংসতা হ্রাসে সরকারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আশাবাদের সঞ্চার করছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ