নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন যত বাধাই আসুক ঐক্যবন্ধহয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। কেউ এ পথে দাধা হতে পারবে না। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার আহবান জানান।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের পর দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি সকলকে ঊদের শুভেচ্ছা জানান।
এর আগে তিনি ঊদের প্রধান জামাতে অংশ নেন। ঈদের এ জামাতে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ