আবদুল লতিফ জনি:
ঢাকায় কেনো থাকছি ঢাকা চলছে ঘোড়া-গাড়ী- -
অলিগলি পথের ধারে গড়ছি সুখের বাড়ী।
কেউবা থাকে নিজের ঘরে কেউবা দিয়ে ভাড়া--
কেউবা কাটায় পথের পাশে কেউবা ছন্নছাড়া।
দিনে দিনে বাড়ছে মানুষ নগর সীমানা- -
কেউবা আশার প্রদীপ জালায় খুঁজতে ঠিকানা।
শীতলক্ষা, বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদী- -
হাজার বছর ঢাকার প্রেমে বইছে নীরবধি।
সদর ঘাটে পসরা সাজায় বসে বনিক দল- -
কেউবা বিকায় সোনা-দানা কেউবা নানান ফল।
নবাবপুরে নাই যে নবাব ঝিগাতলায় ঝিল- -
মতিঝিলে শূন্য মতি নীল কুঠিতে নীল।
ভূতের গলির ভূতের রাজা রামপুরাতে থাকে- -
কাঁঠাল বাগান,উত্তরাতে ঝিঁঝি পোকায় ডাকে।
ধোলাই খালে ধৌত কর্ম অনেক আগেই ইতি- -
শায়েস্তা খানের লালবাগে আজ মোঘল রাজের স্মৃতি।
মোঘল টুলি মোঘল সেনার থামলো হাঁকের ডাক- -
মগবাজারের মঘী নারী ভাঙছে মৌয়ের চাক।
আফগানী আর তুর্কী সেনার পাঠানতুলিতে বাসা- -
করবে শোসন গড়বে শাসন এইতো তাদের আশা।
ধানমন্ডিতে ধানের মাড়াই ইতিহাসের পাতায়- -
মীরপুরে সেই মীরের বাড়ী ঘুরছে স্মৃতির খাতায়।
তল্লাবাগের বাগান খালি কলাবাগানে কলা--
যাত্রাবাড়ীর যাত্রা দলে ফাটায় গানের গলা।
হাতীর ঝিলে হাতীর পালের দেখা মিলা ভার--
আহছানউল্লার নবাব মন্জিল করছে হাহাকার।
তোপখানাতে তোপের ঘরে উড়ছে বাদুরছানা-
পরিবাগে নীদমহলে ঢুকতে সবার মানা।
ঢাকেশ্বরী কালী মন্দির শাখের বাদ্য বাজায়-
মসজিদ, মন্দির, গীর্জা সবি আপন ধর্মে সাজায়।
মালিবাগে ঘুরছে মালী করছে পরিস্কার - -
কাঁটাবনের বিদ্যালয়টি নুতন আবিস্কার।
রমনাতে আর হয়না কভু ঘোড়ার দৌড়ের খেলা--শান্তিবাগের অশান্তি আজ নগরবাসীর জ্বালা।
তেজগাঁও-এর তেজ হারিয়ে মরছে ধূকে ধূকে--
কুর্মিটোলায় বিমান উড়ে নীল আকাশের বুকে।
পোস্তা খোলার পোস্তাদানা ধুপখোলাতে ধুপ- -
আজিমপুরে খুড়ছে কবর সবার মৃত্যুকুপ।
জমের ঢাকার চলছে চাকা কামরাঙ্গিনীর চরে- -
শসান ঘাটে পুড়ছে দেহ নিভছে জীবন তরে।
অলি-গলি মাঠ পেরিয়ে ভরছে তেপান্তর- -
সারি -সারি দালানকোঠা আকাশ ছোয়া ঘর।
কেউবা করে ধান্ধা ফিকির কেউবা উড়ায় ফানুস--
এই নগরে বসত করে নানা রংয়ের মানুষ।
কেউবা করে রাজ্য শাসন কেউবা করে চুরি--
হাজার বর্ষের এই নগরে চলছে ভূরি ভূরি।
এমনি করে দিন কেটে যায় বছর কেটে শেষ- -
ঢাকার নীচে থাকছি ঢাকা এই আমাদের দেশ।
ঢাকা- -০৬/০৬/২০১৬.
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ