একরামুল হক :
ফেনীর দাগনভুইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহিগোবিন্দ গ্রামের কৃতি সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা , বিএনপির কেন্দ্রীয় সাবেক ১ম সহ-দপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ জনির একমাত্র ছেলে মো. রায়েদ আল জারিফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেছেন।
ছাত্রজীবন থেকেই বাবার রাজনৈতিক কর্মকাণ্ড, লড়াই-সংগ্রাম ও আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে বড় হয়েছেন রায়েদ আল জারিফ। তার ভাষায়, “আমার বাবা দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা বাধা-বিপত্তি মোকাবিলা করেছেন, কিন্তু কখনো আপোষ করেননি। সবসময় একজন সৎ, সাহসী ও আদর্শবান নেতার পরিচয় দিয়েছেন। বাবার সেই আদর্শই আমাকে অনুপ্রেরণা দিয়েছে রাজনীতির পথে এগিয়ে যেতে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতার স্থপতি ও দুরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমার কাছে বাংলাদেশের আরেক নাম জিয়াউর রহমান। দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান আমাকে সত্যিকারের দেশপ্রেমের শিক্ষা দিয়েছে।”
এছাড়া বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য ধরে রাখার প্রশংসা করে তিনি বলেন, “তারেক রহমান সাহেব দীর্ঘ ১৭ বছর লন্ডনে থেকেও দলকে সংগঠিত রেখেছেন। তিনি জাতীয়তাবাদী আন্দোলনের সাহসী প্রতীক।”
তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন রায়েদ আল জারিফ। তিনি মনে করেন, তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবে। সেই বিশ্বাস থেকেই তিনি রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়ে বিএনপির প্রাথমিক সদস্য হয়েছেন।
ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “আমি আমার বাবার দেখানো পথ অনুসরণ করে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একজন সৎ, সাহসী ও আদর্শবান রাজনৈতিক নেতা হতে চাই। দেশের মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ