1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
আড়াইহাজারে বিএনপি’র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা - দৈনিক শীর্ষ অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন বিকাল ৫:৩৭ ১৬ই শ্রাবণ, ১৪৩২ ৩১শে জুলাই, ২০২৫

আড়াইহাজারে বিএনপি’র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

সামিমা আক্তার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি’র নেতা সুমনের অফিসের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা তোতা মেম্বার ও তার লোকজন মিলে ঘর মালিক মোঃ জাহাঙ্গীর(৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি’র আন্তর্জাতিক অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের লোক তোতা মেম্বার ।
হত্যার এ ঘটনাটি (৩০ জুলাই) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী বাজারে ঘটেছে। ঘটনার পর তোতা মেম্বার সহ তার লোকজন বীরদর্পে বাজার ত্যাগ করে। নিহত জাহাঙ্গীর শালমদী নয়াপাড়া গ্রামের তারাব আলীর ছেলে। এলাকাবাসী জানান,গত- ৬/৭ মাস আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার তোতা মিয়া শালমদী বাজারে বিএনপি অফিস এর জন্য তারাব আলী এর ৪ ছেলে জাহাঙ্গীর,জাকারিয়া,আলী আকবর ও নূর মোহাম্মদ এর কাছ থেকে তাদের দোকান ঘরটি ভাড়া নিয়ে বিএনপি অফিস চালিয়ে আসছিল।
নিহত জাহাঙ্গীর এর মেয়ে নিলুফা জানান,তোতা মেম্বার তাদের দোকানঘরটি ভাড়া নেওয়ার পর থেকে অদ্যবদি ভাড়ার টাকা দিচ্ছেনা। বরং ভাড়ার টাকা চাইতে গেলে উল্টো তার পিতাকে হুমকী দিত। বুধবার তোতা মেম্বার এর কাছে ঘরভাড়া চাইতে গেলে তোতা মেম্বার,তার ছেলে খোকন,রাসেল,ভাতিজা জাহাঙ্গীর,আলম ও সাদ্দামসহ তার লোকজন জাহাঙ্গীরকে লোহার রড ও লাঠি দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী মারপিট করে। এতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়,নিহতের মাথা ও শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জাহাঙ্গীর এর ভাই নূর মোহাম্মদ জানান,তার ভাই শালমদী বাজারে মুদি ব্যবসা করত। নিহত জাহাঙ্গীর নিরীহ লোক ছিল। সে বিএনপির একজন একনিষ্ট কর্মী ছিল বলের তিনি জানান। ঘাতক তোতা মেম্বার জাহাঙ্গীরকে হত্যার পরও বীরদর্পে শালমদী বাজারে অবস্থান করছিল বলে বাজারের লোকজন জানান। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তোতা মেম্বার আড়ালে চলে যায়। তোতা মেম্বার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন গণমাধ্যমকে বলেন, অফিসের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মাহমুদুল রহমান সুমনের লোকজন জাহাঙ্গীর কে পিছিয়ে হত্যা করে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনার মামলার প্রস্তুুতি চলছে ।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>

Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights