শাহজালালের পূন্যে ধন্য : সিলেট ; সুনামগন্জ;-
দেখতে বিভোর ;মৌলবী বাজার; চাতক, হবিগঞ্জ ।।
হাওর, বাওর, নদী ,নালায় উড়ছে নৌকার পাল;-
সুর্মা, মনু, সোনাই, ধলাই কুশিয়ারার, খাল।।
শাহপরানের হৃদয় ভরা হাজার কবুতর;-
উড়ছে সদায় হাঁটে,মাঠে, পাথর, বালুর পর।।
মাটির নীচে তেলের আধাঁর, টীলায় সবুজ বন;-
চা, বাগানের মালীর গানে উদাস করে মন।।
উষ্ণ পানির খাবার খোঁজে আসে শীতের পাখী;-
গাছের ঢালে বকের ছানায় করছে ডাকাডাকি।।
ফসলের মাঠ,ধানের ক্ষেতে পাখীর কলতান;-
শিকারীদের নিষ্ঠুরতায়, ঝরছে হাজার প্রান।।
চাতকে আর হয়না কভু কমলা লেবুর চাষ;-
লাউয়ার ছরায় বিলীন হলো শাল, গজারী. বাঁশ।।
কোমলগন্জে নেই কমলা জকিগন্জে, জোক;-
বেতের কাঁটায় কাটবে শরীর যতই শক্ত হোক।।
তামাবিলে নাই যে তামা হরিপুরের তেল;-
জ্বালিয়ে দিয়ে ধ্বংস করলো, ষড়যন্ত্রের খেল।।
বড়লেখার নাই যে লেখা শুধুই একটি নাম;-
মাধবকুন্ডে ;মাধবিনীর; রুপের অনেক দাম।।
জলপ্রপাতের শীতল জলে সবাই সাঁতার কাটে;-
মাঝে মধ্যে আনাড়িদের হঠাৎ মাথা ফাটে।।
পাথর কুড়ায়, বালি কুড়ায়, কুড়ায় :চা;এর পাতা;-
বছর শেষে শ্রমের দামের থাকে শুন্য খাতা।।
কেউবা চালায় খাবার হোটেল বিলাত শহরে;-
দেশের মায়ার কেঁদে ভাসায় প্রতি প্রহরে।।
কেউবা আসে নিজের গ্রামে থাকতে কয়টা মাস;-
কেউবা সারে বিয়ের কর্ম , কারো সর্বনাশ।।
———-
তারিখ- ৮ই জুন ২০২০-সোমবার।
নিকেতন -গুলশান -১।
মন্তব্য করুন