আগামী ৫ আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “০৫ আগস্ট নিয়ে কোনো আলাদা নিরাপত্তা উদ্বেগের কারণ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ঘোষিত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটি জাতীয় পর্যায়ের নয়, বরং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি নির্ধারিত অভিযান। ডিএমপি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে।”
তিনি আরও বলেন, “মাঝে মাঝে নানা প্রয়োজনে বা পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। এটা নিরাপত্তা নিশ্চিত করার স্বাভাবিক প্রক্রিয়া।”
অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত চুক্তি রয়েছে, তারা সেই সুবিধা পাবে। তবে যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের ক্ষেত্রে সেই সুবিধা প্রযোজ্য নয়।”
সাক্ষাৎ প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে তাঁর সঙ্গে দেখা করেছে। তারা পুলিশ সদর দফতরে আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেবে বলে জানান উপদেষ্টা।
রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রতিক ঘটনায় দোষীদের বিষয়ে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, “দোষীদের আইনের আওতায় আনা হবে। কেউ পার পাবে না।”
প্রতিবেদন: দৈনিক শীর্ষ অপরাধ
মাহাবুবুল হক সরকার
সম্পাদক ও প্রকাশক
মন্তব্য করুন