মোঃ সুজন আহাম্মেদ, রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দুই জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ি উপজেলার ডোমকুলি অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ কেটিসি ও মদিনা পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদেরকে উদ্বার করেছেন। এসময় দুটি বাসের আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্বার করে হাসপাতালে নেয়া হয়েছে। সড়ক দুর্ঘটনার পর প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানযটের সৃষ্টি হয়।
সড়ক দুর্ঘটনার কবলেপড়া বাসের পেছনে থাকা আরেকটি ট্রাকের চালক তরিকুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মদিনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিলো। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ করতে না পেরে, হানিফ কেটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি বাসের চালক ঘটনাস্থলেই মারা যান।
আহত যাত্রী সুমন আলী জানান, মদিনা পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকেই বেপরোয়া গতিতে যাচ্ছিলো। এরপর অভয়া এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা বাসকে ধাক্কা দেয়। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। দুটি বাসেরই সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্বার অভিযানে ফায়ার সার্ভিসের গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিট কাজ করেছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ