মাহাবুব (ফুলছড়ি প্রতিনিধি) : ফুলছড়িতে আদালতের আদেশ অমান্য করে জমি বে-দখল সহ ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায় গাইবান্ধা ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত তোফাজ্জল হোসেন’র পুত্র সুরুজ্জামান ওরফে লাল বাবুর স্বত্ব দখলীয় সারে ষোল শতক জমি বে-দখলের চেষ্টা চালায় একই গ্রামের আব্দুল মজিদের পুত্র আজিজ গংরা। এ বিষয়ে সুরুজ্জামান ওরফে লাল বাবু গাইবান্ধা বিজ্ঞ আদালতে ২০১২ ইং সালে ৬৬ নং বাটোয়ারা মামলা দায়ের করে। ২০১৭ সালে আদালত চূড়ান্ত ডিক্রি প্রদান করিলে বাদী লাল বাবু ডিক্রির উপর কমিশনের মাধ্যমে নালিশী সারে ষোল শতাংশ জমি সাম সূত্রে দখল বুঝিয়া নেন। কিছুদিন পর বিবাদীরা আদালতের ডিক্রির তোয়াক্কা না করে পুন:রায় লাল বাবুর স্বত্ব দখলীয় সারে ষোল শতাংশ জমির মধ্যে ৫ শতক জমি দখলের পায়তারা করিতে থাকে। তখন লাল বাবু প্রার্থী হয়ে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আজিজ সহ ৫ জনকে প্রতিপক্ষ করে ২০২১ ইং সালে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় ১৮৯ নং মামলা দায়ের করেন। আদালত আইনানুগ ভাবে পরবর্তীতে উ”েছদ না করা পর্যন্ত বাদী লাল বাবুকে নালিশী ৫ শতক জমি ভোগ দখলের আদেশ প্রদান করেন। এদিকে আজিজ গংরা আদালতের এই আদেশকে অমান্য করিয়া পুন:রায় লাল বাবুর নালিশী ৫ শতক জমি দখলের চেষ্টা চালালে সুরুজ্জামান ওরফে লাল বাবু ফুলছড়ি থানায় আজিজ গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা কর্তৃপক্ষ বিষয়টি মিমাংস করিতে ব্যার্থ হওয়ায় বিবাদী আজিজ গংরা গত ২৪/০৫/২০২৪ ইং তারিখে জোর পূর্বক বে-আইনী ভাবে লাল বাবুর স্বত্ত দখলীয় জমিতে একটি টিনের একচালা বিশিষ্ট ঘর উত্তোলন করেন। ইহাতে লাল বাবু বাধা দিলে আজিজ গংরা লাল বাবু ও তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি সহ প্রাণ নাশের
হুমকী প্রদর্শন করেন। এ বিষয়ে সুরুজ্জামান ওরফে লাল বাবু বাদী হয়ে ইংরেজী: ২৮/০৫/২০২৪ ইং তারিখে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে লাল বাবু ও তার পরিবারের লোকজন চড়ম নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছে। এলাকায় চড়ম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রাজিবুজ্জামান বসনিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যব¯’া নেয়া হবে।
মন্তব্য করুন