ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ
খুলনা প্রতিনিধি
খালিশপুর থানা বিএনপির অফিস ভাংচুর মামলায় হ্যামকো গ্রুপের পরিচালক শিল্পপতি আবদুল্লাহ আল মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৮ এপ্রিল ) খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতবছর ৩০ আগস্ট খালিশপুর থানা বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে খালিশপুর থানায় মামলা করেছিলেন মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম পাখি।
এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গত ৪ আগস্ট খালিশপুর থানা বিএনপি কার্যালয় ভাঙচুর, ড্রয়ারের টাকা-পয়সা ও ফ্যানসহ বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। এই মামলায় মামলায় ১৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৬০/৭০ জনকে আসামি করা হয়। এর মধ্যে হ্যামকো গ্রুপের পরিচালক আবদুল্লাহ আল মাহমুদকেও আসামি করা হয়েছিল।
কোম্পানির মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করেছিলেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ