মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের সাহায্যের পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় সব সময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পথ চলা শুরু করেছে সামাজিক সংগঠন “তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ি প্রবাসী ঐক্য পরিষদ”
শুক্রবার (২৬ এপ্রিল) আবুধাবির লেক পার্কে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির প্রবাসীদের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
নগরীর আল নাফিল রেষ্টুরেন্টে আয়োজিত মত বিনিময় সভায় আহ্বায়ক মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরীর আহ্বানে উক্ত বৈঠকে সংগঠনের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন- মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মোহাম্মদ মোজাফফর চৌধুরী, মোহাম্মদ সেলিম চৌধুরী, ইসমাইল চৌধুরী, সাহাদাৎ আলম চৌধুরী, আইয়ুব চৌধুরী, ইব্রাহিম চৌধুরী, মানিক চৌধুরী, বেলাল চৌধুরী, সাইমন চৌধুরী, মাসুম চৌধুরী এবং আব্দুল্লাহ চৌধুরী।
এসময় আমিরাতের দুবাই, শারজাহ এবং আজমান থেকে আসা সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠান পরিনত হয়ে উঠে একখন্ড তাজ মোহাম্মদ চৌধুরী বাড়িতে।
মন্তব্য করুন