আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মরহুম বাতেন সরকার স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে ২শ' হতদরিদ্র পরিবারে ও বিভিন্ন মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ) দুপুর ১২টায় উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে এই ঈদ উপহার তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: ওসমান গনি ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, মসজিদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বিজয়, কলাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আনিস সরকার, বিএনপি নেতা কামাল, মিজান, বাদল প্রমুখ।
এবিষয়ে জানতে চাইলে মোঃ নাজমুল হাসান সরকার বলেন, আগের বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান করেছি তারই ধারাবাহিকতায় এবার ও ২শ`পরিবারে ও এলাকার বিভিন্ন মাদ্রাসায় অর্থ সহযোগিতা করেছি। আমি ও আমার পরিবার সবসময়ই গরীবদের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য আমরা কিছু করতে পারলে তৃপ্তি পাই।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ