সিরাজগঞ্জ জেলা প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষ থেকে নৈশ প্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২৯ মার্চ) রাতে এই লাশ উদ্ধার করা হয়।
নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা মহল্লার মৃত আসকর আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নূরুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। দিনের বেলায় সকলের সঙ্গে অফিস করার পর প্রতিরাতের মতো বৃহস্পতিবার(২৮ মার্চ) রাতে নৈশ প্রহরীর দায়িত্ব পালনে অফিসে অবস্থান করেন
অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক শুক্রবার সন্ধ্যার পর অফিসে গিয়ে কক্ষের জানালা দিয়ে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদকে জানানোর পর তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে বলে উল্লেখ করেন ওসি।
মন্তব্য করুন