শামীমা আক্তার:
রাজধানীর তেজগাঁও থানা এলাকায় ২০২৫-২৬ শিক্ষা বর্ষের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আজ শুক্রবার ২৯ আগস্ট সকাল ১০ ঘটিকায়। দীর্ঘদিন পরে এই পরীক্ষা চালু হওয়ায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অত্র পরীক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সেবা চালু করেছে ও খাবার পানি বিতরণ করেন । অত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সাব্বির আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা রায়হান ইসলাম, এবং অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত তথ্যকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সাব্বির আহমেদ বলেন,দীর্ঘ ১২ বছর পরে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে মিলেমিশে শিক্ষার্থী বাছাই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে আনন্দের উৎসব বিরাজ করছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এখানে তথ্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে,আপনারা যে কোন সমস্যায় আমাদের ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতা পাবেন। আমাদের যারা অভিভাবক আছেন তাদের জন্য বসার আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবং এই গরমে তাদের জন্য খাবার পানির সু-ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকল সেবা দানে আমাদের দলের পক্ষ থেকে সেচ্ছাসেবক রয়েছে এবং তারা আন্তরিকভাবে কাজ করছেন। এ বছর আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে ভুল ত্রুটি সংশোধন করব।ভবিষ্যতে আরো বেশি সুযোগ সুবিধা দানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্তরিকভাবে সচেষ্ট ভুমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ