মো, হাসান,বান্দরবান জেলা প্রতিনিধি :
সরকারি নির্দেশে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির ৭ লাখ ৯২ হাজার ১০০টি চারা ধ্বংস করা হয়েছে বান্দরবানে। ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত এই অভিযানে জেলার লামা, আলীকদম ও বান্দরবান সদর উপজেলায় চারা ধ্বংস করা হয়। লামায় ৬ লাখ ২৭ হাজার ২০০টি (২৫ লাখ ৮৮ হাজার টাকা), আলীকদমে ১ লাখ ৫৩ হাজার (৬ লাখ ১২ হাজার টাকা), এবং সদরে ১১ হাজার ৯০০টি চারা ধ্বংস হয় (৪৭ হাজার ৬০০ টাকা ক্ষতিপূরণ)।
২৯ জুলাই সুয়ালক ইউনিয়নের কাইচতলীতে ‘আবুল খায়ের নার্সারি’তে ধ্বংস করা হয় ১১ হাজার ৯০০টি চারা। উপস্থিত ছিলেন ইউএনও উম্মে হাবিবা হিরা মনি ও উপজেলা কৃষি কর্মকর্তা। নার্সারি মালিক আবুল খায়েরকে ভবিষ্যতে ক্ষতিকর চারা উৎপাদন না করার মুচলেকা নিয়ে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
জেলার কৃষি উপপরিচালক এম. এম. শাহ নেয়াজ জানান, এখন পর্যন্ত ৭ লাখ ৯২ হাজার ১০০টি চারার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পুরো জেলায় প্রায় ১৮ লাখ ৬৩ হাজার ২০০টি চারার ক্ষতিপূরণ প্রয়োজন।
তিনি জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভবিষ্যতে কেউ এ চারা উৎপাদন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন