হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীর খালের পানির স্রোতে পড়ে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১, ৩০ টার সময় উপজেলার বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানাযায় বাউশিয়া গ্রামের মোক্তার বাগার শিশু ছেলে আবদুল্লাহ-(৬) ও তার মেয়ের শিশু কন্যা সাওদা (৫) নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয়।পরে স্থানীয় লোকজন আবদুল্লাহর মরদেহ উদ্ধার করলেও ভাগ্নি সাওদার তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় হিজলা থানার ফায়ার সার্ভিস,কোষ্টগাড নৌ-পুলিশ নিখোজ সাওদার লাশ উদ্ধার অভিযানে পরিচালনা করছেন।
জানা যায় মোক্তার বাগার বাড়িতে মেয়ে ও নাতনী বেড়াতে আসে।দুপুরে মামা ভাগ্নি সবার চোখের আড়ালে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোজ হয়। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার জানান ঘটনাটি দুপুরেই অবগত হয়েছি।যে শিশুটি এখনো নিখোজ রয়েছে তা উদ্ধারের প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে,
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ