রাজধানী যাত্রাবাড়ীর কোনাপাড়ায় এলাকায় হোসনেয়ারা ভুয়া ক্লিনিকের ভুয়া ডক্তার হোসনেয়ারা এক গৃহবধুর তানিয়া (২০) সন্তান প্রসব করানোর সময় মা ও বাচ্চা ২ জনকেই মেরে ফেলেন। তানিয়ার গ্রামের চাঁদপুর, ফরিদগঞ্জ থানার বাড়ি সাহেবের পাড়া গ্রামে।
গতকাল রবিবার ২৮ এপ্রিল সকাল ১০ ঘটিকায় তানিয়ার প্রসব ব্যাথা উঠলে তানিয়ার মা তাকে নিকটবর্তী ক্লিনিক হোসেনেয়ারা ক্লিনিকে নিয়ে যান।প্রথমিক চিকিৎসা শেষে তারা ঢাকা মেডিকেলে ভর্তির জন্য যেতে চাইলে হোসেনেয়ারা ক্লিনিকের মালিক ডাক্তার হোসেনেয়ারা হাশিম রুগীর অবস্থা বেশি ভালো নয় নানান ভয় ভীতি দেখাইয়া রূগিতে তার ক্লিনিকে ভর্তি করান।
সন্ধার পর ওটিতে নিলে রাত ১০.৪০ মিনিটে মা ও বাচ্চা কাউকে বাচানো যায়নি বলে যানান ডাক্তার হোসনেয়ারা হাশিম।পরবর্তীতে হোসনেয়ারার মা তার আত্নীয় স্বজনকে বিষয়টি জানালে দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার এক প্রতিবেদক রাত ১২ টায় ঘটনাস্থলে ছুটে যান।যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি তাৎক্ষনিক পুলিশের ফোর্স পাঠান।
বিস্তারিত জানতে অপেক্ষায় থাকুন …..
মন্তব্য করুন