আব্দুল আহাদ হোসেন : ডিবি উত্তর, ঢাকা কর্তৃক ৪০ বোতল ফেন্সিডিলসহ ০২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই নিঃ ফজলুল হক এর একটি টিম আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ ফরিদুল ইসলাম (৪৪), পিতা-মৃত মীর বক্স, মাতা-ফরিদা পারভীন, সাং-কুতইড়, (পানিপুকুর), থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, এ/পি সাং- জামগড়া মধ্যপাড়া, জনৈক নুরুল আমিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-সিদ্দিকুর রহমান, মাতা-পুতুলী বেগম, সাং-নারুহার দক্ষিনপাড়া, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, এ/পি সাং- জামগড়া মধ্যপাড়া, জনৈক নুরুল আমিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ২৮/০৩/২৪ খ্রি. তারিখ ১৭.৩৫ ঘটিকায় ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ধৃত করে। উক্ত আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ