দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি।
দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমে অংশগ্রহন না করা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোঃ আক্তার হোসেন ও এম মহসিন মিয়া কে প্রেসক্লাবে পদ থেকে অব্যহতি ও সাধারণ সদস্য পদ বাতিল করা হয়।
শনিবার সকাল ১০.০০ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়, সভায় সকল সদস্যর সম্মতিক্রমে মোঃ আক্তার হোসেন ও এম মহসিন মিয়া কে প্রেসক্লাবের সকল সদস্য পদ বাতিল করা হয়। এবিষয়ে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, এদের দুজনকে প্রেসক্লাবের সদস্য করা হয় মাত্র দুই মাস পূর্বে এর মধ্যে তারা ক্লাবের কোন কার্যক্রমে অংশ গ্রহন করেন না এবং প্রেসক্লাব গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে জড়িত থাকা ও বির্তকিত কাজ করায় তাদেরকে দীঘিনালা প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ