নিজস্ব প্রতিবেদক :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নতুন রোডম্যাপ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করেন।
রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসির ঘোষিত রোডম্যাপে মোট ২৪টি অগ্রাধিকারমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন এবং লজিস্টিক সহায়তা নিশ্চিতকরণ।
বিশেষ করে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভোটগ্রহণের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসারদের ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, কক্ষসংখ্যা নির্ধারণ, নিকটবর্তী হেলিপ্যাড এবং যাত্রাপথের বিস্তারিত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
এছাড়া তফসিল ঘোষণার অন্তত ১০ দিন আগে সম্ভাব্য ভোটকেন্দ্র ও যাতায়াত ব্যবস্থা যাচাই করে হেলিকপ্টার সহায়তার প্রয়োজনীয় প্রস্তাবনা প্রস্তুত করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
ইসির কর্মকর্তারা জানান, রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম এখন আরও সুসংহত রূপ নেবে। তারা আশা করছেন, এই রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর কাছে আসন্ন নির্বাচনের সময়সূচি ও কাঠামো নিয়ে স্পষ্ট বার্তা দেবে।
মন্তব্য করুন