নাহিদা আক্তার লাকী | খুলনা প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা মিস্ত্রিপাড়া বাগান এলাকায় রবিবার ভোরে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা তুলি বেগম শিশুটির কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর সহায়তায় পুলিশকে খবর দেন।
পরে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
খবর পেয়ে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান দ্রুত হাসপাতালে ছুটে যান এবং নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
উদ্ধারের সময় এবং পরে হাসপাতালে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ফুলতলা থানার অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও তাসনীম জাহান বলেন, “এটি একটি মানবিক ঘটনা। যারা শিশুটির পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রশাসনের পক্ষ থেকে শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে।”
এ ঘটনা প্রশাসনের দ্রুত পদক্ষেপ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহানুভূতিশীল ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার প্রতিক্রিয়ায় আরও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন