স্টাফ রিপোর্টার:
এফবিসিসিআই (FBCCI) এর জেনারেল বডি (জিবি) সদস্য এবং বাংলাদেশ টেলিকম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মাছুমকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে মিরপুর মডেল থানা ও মতিঝিল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তার অভিযোগে জানা যায়, চলমান এফবিসিসিআই নির্বাচনকে কেন্দ্র করে তিনি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে ভোটার মনোনয়ন ফরম ও সংশ্লিষ্ট ফি জমা দিতে গিয়ে জানতে পারেন দুই হাজার টাকার পরিবর্তে বিশ হাজার টাকা দিতে হবে। এটি পরিবর্তনের জন্য তিনি এফবিসিসিআই প্রশাসক, নির্বাচন বোর্ড চেয়ারম্যান, বাণিজ্য সংগঠন মহাপরিচালক- ডিজিটিও এবং বাণিজ্য সচিব বরাবর আপীল করেন। কোথাও প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টে জনস্বার্থে রীট করেন। হাইকোর্ট শুনানি করে এক মাসের স্থগিতাদেশ দেন এবং নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড বিধিমতো গঠিত না হওয়ায় তিনি মহামান্য হাইকোর্টে পৃথক আরেকটি রীট করেন। এই রীটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন এবং নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড পুনঃ গঠন করে পুনঃ তফসিল ঘোষণার মাধ্যমে এফবিসিসিআই এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে এফবিসিসিআই জিবি মেম্বার ও আওয়ামী লীগের ঢাকা জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ব্যবসায়ী ওমর ফারুক তাকে রীট প্রত্যাহার করতে চাপ দেয়। অন্যথায় গণধোলাইয়ের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে এফবিসিসিআই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মেসেজ পোস্ট করে।। অন্যদিকে এফবিসিসিআই নির্বাচন আপীল বোর্ডের সচিব ও ফ্যাসিস্ট কর্মকর্তা শাহ্ মোঃ আব্দুল খালেক মাছুমের মিরপুরস্থ বাংলাদেশ টেলিকম ব্যবসায়ী সমিতির অফিসে বিনা নোটিশে গিয়ে অফিস তছনছ করে চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে তাদের সমিতির ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স ও এফবিসিসিআই মেম্বারশিপ বাতিলের হুমকি দিয়ে আসে। এ-ই খালেক নির্বাচন বোর্ড চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক এবং আপীল বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খানের বিনা অনুমতিতে একতরফা ভাবে নিজের মনমতো এফবিসিসিআই ভবনে নির্বাচনী কাজ করে যাচ্ছে। এতে সরকারের দুই উর্ধতন কর্মকর্তা এফবিসিসিআই নির্বাচনের সার্বিক কার্যক্রম নিয়ে আশংকায় আছেন।
জিডি অনুযায়ী, রীট প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আলাউদ্দিন আল মাছুম। এ বিষয়ে তিনি লিখিতভাবে জানান, নির্বাচনী স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি প্রভাবশালী মহল তাকে টার্গেট করছে এবং নির্বাচন থেকে সরিয়ে দিতে হুমকি দিচ্ছে।
এফবিসিসিআই’র নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন মাছুম। তিনি দাবি করেন, তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যাতে করে একটি বিশেষ পক্ষ বিনা বাঁধায় বিজয়ী হতে পারে।
জিডির কপি ও আনুষঙ্গিক তথ্যসংবলিত চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আলাউদ্দিন আল মাছুম।
মন্তব্য করুন