নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার মোহনগঞ্জে ধর্ষণে চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের দিরাই থেকে বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।এদিকে রবিবার ভোরে উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামে ঘটনাটি ঘটে।গ্রেপ্তারকৃত উত্তম বিশ্বাস উপজেলার ভাটিয়া গ্রামের নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই উত্যক্ত করতেন প্রতিবেশী উত্তম। গত রবিবার ভোরে ওই ছাত্রীর মা-বাবা বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। সেই সুযোগে উত্তম ঘরে ঢুকে ওই ছাত্রীর গলায় ছুরি ধরেন এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।বাধা দেওয়ায় উত্তম তাকে ছুরিকাঘাত করেন। এক পর্যায়ে ওই মেয়ের ছোট দুই বোন ঘুম থেকে জেগে চিৎকার দিলে তাদের বাড়ির আশেপাশে প্রতিবেশীরা দৌড়ে আসেন। ওই সময় ছুরি ফেলে পালিয়ে যান উত্তম। পরে দ্রুত উদ্ধার করে ওই ছাত্রীকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ওই ঘটনার পর দিন সোমবার ভুক্তোভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। তবে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান উত্তম। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম) আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেন। পরে সুনামগঞ্জের দিরাই থেকে বৃহস্পতিবার বিকেলে উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইননি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন