মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর, কুমিল্লা:
কুমিল্লার তিতাস উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৮০(চারশত আশি) ক্যান বিয়ার উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার উপ-পরিদর্শক (এস আই) ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের সৌদি প্রবাসী মজিবের বাড়িতে একটি পরিত্যক্ত ঘর থেকে ২০(বিশ কেইছ)৪৮০(চার শত আঁশি) ক্যান বিয়ার জব্দ করে।
এসময় কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ। এস আই ওবাইদুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের ওসি কাঞ্চন কান্তি দাস স্যারের নির্দেশনায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের প্রবাসী মজিবরের বাড়িতে গিয়ে পৌঁছলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এসময় আমরা অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ঘর থেকে ২০ কেইছ যার পরিমাণ ৪৮০ ক্যান বিয়ার জব্দ করি। প্রতিটি বিয়ার ক্যানের গায়ে লিখা আছে হলেন্ডডিয়া ও রয়েলটাস।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জিয়ারকান্দি নয়াগাঁও গ্রামের প্রবাসী মজিবরের বাড়িতে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ার বিক্রেতারা পালিয়ে যায়। পরে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ঘর থেকে বিয়ারের চালানটি জব্দ করে। এঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ