সাতকানিয়া উপজেলা প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় থামছেই না অবৈধ মাঠি ব্যবসা।প্রশাসনের চোক ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে স্থানীয় বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকায় পুকুর খননের নাম ব্যবহার করে। বানিজ্যিক ভাবে তা সরবরাহ করছে জায়গা ভরাটের কাজে।
স্থানীয়দের অভিযোগ রাতের আঁধারে পুকুরের খননের নাম ব্যবহার করে ।স্কেবেটর দিয়ে মাটি কেটে বিক্রি করছে মাটি ক্রেকোরা।এতে করে কি পরিবেশের বিপর্যয় হচ্ছে সকাল হলে ধুলি বালির জন্য স্কুলগামী ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দা জানান এসব অবৈধ মাটি সরবরাহের পেছনে সেল্টার দিচ্ছেন সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাতে ইসলামের নেতা দাবি করা মোঃ হাফেজ ।
এছাড়াও তিনি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর খুব কাছের লোক বলেও দাবি করেন।
এছাড়া মাটিকাটা ও পরিবহন দেখাশোনার দায়িত্বে আছেন চিহ্নিত মাটি ক্রেকো নুরুল আলম সহ স্থানীয় মোঃ হারুন।স্থানীয়রা জানান এই ইউনিয়নের সকল বালি ও মাটি সরবরাহ,জায়গা ভরাটের সরকারি ও বেসরকারি কাজ গুলো করেন ৭নং ওয়ার্ড মোঃ হাফেজ,তার কাজে সহযোগিতা করছেন বিএনপি ও জামাতের কয়েকজন নেতা ।রাজনৈতিক পরিচয়ে তারা এ ধরনের কাজ করছেন তাই ঝামেলার ভয়ে প্রতিবাদ করছে না কেউ।
এ বিষয়ে অভিযুক্ত জামাত নেতা দাবি করা মোঃ হাফেজের সাথে মোটোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরেক অভিযুক্ত নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি হাফেজের কথা জানান।
অভিযোগের বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাসকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন