1. editor.dso@gmail.com : admin :
  2. shirsoaparadhnews@gmail.com : দৈনিক শীর্ষ অপরাধ : shirso Aparadh
  3. maria.sgbd@gmail.com : Saiful : Saiful
  4. info.editor.dsa@gmail.com : Mahfuz Sarker : Mahfuz Sarker
Mahfuz আবুধাবিতে দূতাবাসের আয়োজনে জাঁকজমক বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব। - দৈনিক শীর্ষ অপরাধ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন রাত ৩:৫৮ ২৭শে ভাদ্র, ১৪৩২ ১১ই সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম :
হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন। কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ আমতলীতে এতিমখানায়, ৪ সাংবাদিক এর বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ জালিয়াতির মাধ্যমে কলেজের অধ্যক্ষ হিসাবে মাহমুদুল হাসানের অবৈধ নিয়োগ নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার রাজস্থলীতে বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।। সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক ও যুবলীগ নেতা মনির (আলাল-দুলাল) দুই ভাই বেপরোয়া। পটুয়াখালী ভার্সিটিতে, সামুদ্রিক শৈবাল থেকে, তৈরি হচ্ছে দেশ বিদেশের পুষ্টিকর খাবারসহ নানান প্রসাধনী।।

আবুধাবিতে দূতাবাসের আয়োজনে জাঁকজমক বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব।

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী জাঁকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এ আয়োজনে প্রায় কয়েক হাজার প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ক্রিড়া প্রতিযোগিতা, দেশীয় খানাপিনা, পিঠাপুলি, দেশীয় পণ্যসামগ্রী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র এবং পুরুষ্কার বিতরনী। বর্ষবরনের এই মেলায় আকর্ষণীয় ও চমকপ্রদ বৈশাখী স্টলের মধ্যে ছিল বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর ইষ্টিকুটুম ,বাংলাদেশ দূতাবাসের মাতৃভুমির ছোয়া, বাংলাদেশ সমিতি’র সোনার বাংলা বাংলাদেশ মহিলা সমিতির বৈশালী, ডিপ্লোমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুরন্ত বৈশাখ, মহিলা অঙ্গনের অপরাজিতা, বাংলাদেশ স্কুল ও কলেজের আহার বিহার, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট আবুধাবির উষানসহ, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান আবুধাবি,বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের স্টলসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানেরর ষ্টলসমুহ ছিল বেশ আর্কর্ষণীয়। প্রতিটি স্টলে হরেক রকমের হাতের বানানো পিঠাপুলি, পান্তা ইলিশ, হরেক রকম ভর্তা, দেশীয় খানাপিনা ও জিনিষপত্রের সমাহার।

মান্যবর রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিমের পরিচালনা সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ড: হাবীবুল হক খন্দাকার, বাংলাদেশ সমিতির সভাপতি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু প্রমুখ। দূতাবাস কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম, দূতাবাস কর্মকর্তা দিলীপ কুমার ও স্কুল শিক্ষিকা মিসেস ফালুনা হকের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্রছাত্রী ও প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনা সকলকে মাতিয়ে রাখে।

দূতাবাস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী ও রাফেল ড্র অনুস্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বর্ষবরণের এ আয়োজন সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

খবরটি ভাল লাগলে লাইক-শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Theme Customized By Diggil Agency
Verified by MonsterInsights