জি আর রওনক, রাজশাহী :
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপিত হবে দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গতকাল ২৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (ঢ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে
আগামী ২৮ মার্চ ২০২৫ খ্রি. সন্ধ্যা ৬ টা থেকে ৫ এপ্রিল ২০২৫ খ্রি. পর্যন্ত সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে
১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না
২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না
এছাড়াও একই আইনের ২৯ এর (১) (ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
আলোচনা শেষে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি)'র পুলিশ কমিশনার সকল পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সকল পুলিশ সদস্য যেন তাদের দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে গুরুত্বের সাথে পালন পালন করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ