সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা) : গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে গাইবান্ধা সদর- ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সৈয়দ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা আলোচনা সভা ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার সভাপতি সালাউদ্দিন কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, নারী উদ্যোক্তা শাহানা ইয়াসমিন লাকী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি শামীম আল সাম্য, আওয়ামী লীগ নেতা মাসুদ আহমেদ, ইউ.সি.সি কোচিং সেন্টারে এর পরিচালক ফজলে এলাহী ফারুক ও ও গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কায়সার প্লাবন।পরে অসহায় পথচারীদের মাঝে প্রধান অতিথি ইফতার বিতরণ করেন।
মন্তব্য করুন