হৃদয় মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন বিদ্যাকুট ইউনিয়নের পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজা মনি (৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সিজা মনি ও তাকিয়া একসঙ্গে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে তারা বাড়ির সামনের একটি পুকুরে নামে কচুরিপানা আনার উদ্দেশ্যে। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন