আজ ২৮ জানুয়ারি,২০২৫ জাতীয় প্রেসক্লাব, ঢাকায় বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ)-এর উদ্যোগে “ইসলামী বীমার আইনি কাঠামোর প্রয়োজনীয়তা ও রূপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিটিএফ-এর আহ্বয়াক ড. আ. ই. ম. নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন-দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট বীমা বিশেষজ্ঞ ও বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)- এর মহাপরিচালক জনাব কাজী মোঃ মোরতুজা আলী (এসিআইআই)। গেস্ট অব অনার হিসেবে আলোচনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামছুল আলম।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ও সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ. ক. ম আবদুল কাদের। সেমিনারে আলোচক হিসেবে আরও অংশ নেন ইসলামিক ইকনোমিক্স রিসার্চ ব্যুরোর সেক্রেটারী জেনারেল ও বিশিষ্ট লেখক, কলামিষ্ট ড. মোঃ মিজানুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর শাহীন আহম্মেদ খান।
সেমিনারে বীমা কোম্পানি থেকে আলোচক হিসেবে অংশ নেন ফারইস্ট ইসলামী লাইফের সিইও মোঃ শহীদুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফের সিইও মনিরুল আলম তপন, প্রগ্রেসিভ লাইফের সিইও মোহাম্মদ সাইদুল আমিন, আকিজ তাকাফুল লাইফের সিইও, আলমগীর চৌধুরী এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ আব্দুর রশিদ প্রমূখ। সভায় বিভিন্ন বীমা কোম্পানির মুখ্য নির্বাহীসহ তিন শতাধিক কর্মকর্তা সেমিনারে অংশগ্রহণ করেন।
জনাব মাহমুদুর রহমান বলেন, একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে ইসলামী বীমা (তাকাফুল) দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে যথেষ্ঠ ভূমিকা রাখতে পারে। এই সেক্টরটির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। কিন্তু সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে এটি যথেষ্ট পিছিয়ে রয়েছে। বিশেষ করে ইসলামী বীমা কোম্পানিগুলোকে শরীয়াহ’র মানদন্ড অনুযায়ী সরকারীভাবে আইনী কাঠামোতে আনতে পারলে শরীয়াহ পরিপালনসহ জনগনের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে এবং বীমা সেক্টরের গৌরব পুনরূদ্ধার সম্ভব হবে। তিনি ইসলামী বীমা বাস্তবায়নে এর শরয়ী আইনের কাঠামোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক অবিলম্বে ইসলামী বীমা আইন ও বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মন্তব্য করুন