একরামুল হক :
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এবং ফেনীর কৃতি সন্তান ড. আজিজ আহমদ ভুঁইয়া হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রধান বিচারপতির পরামর্শক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে শপথ নেন।
উল্লেখ্য, ড. আজিজ আহমদ ভুঁইয়া গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
১৯৬৮ সালের ১ জুলাই ফেনীতে জন্ম নেওয়া আজিজ আহমদ ভুঁইয়া ১৩তম বিসিএস (বিচার বিভাগ) পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ১৯৯৪ সালে বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ট্রাইব্যুনালসহ বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইন কমিশন ও আইন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিচার বিভাগে সৎ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। নতুন দায়িত্বে তিনি হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও সুষ্ঠু করতে ভূমিকা রাখবেন বলে আইন মহলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন