নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যেই এ কর্মপরিকল্পনার খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে। অনুমোদনও মিলেছে। এখন শুধু টাইপিং চলছে।”
এর আগে গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই খসড়ায় ভোটার সংখ্যা ভারসাম্য করতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়।
এ সিদ্ধান্তের পর গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি সংসদীয় এলাকায় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এসব বিষয়ে শুনানি শুরু হয় ২৪ আগস্ট এবং শেষ হয় বুধবার (২৭ আগস্ট)।
ইসি সূত্র জানায়, শুনানি শেষে সংসদীয় সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এরপর রোডম্যাপ অনুযায়ী ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
মন্তব্য করুন