ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাইলে আগে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে।”
বুধবার (২৭ আগস্ট) নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২৪ সালের গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লব সেই ধারাবাহিকতায় একটি নতুন মাইলফলক। তবে ১৫ বছরের দুঃশাসনের প্রভাব কাটাতে সময় লাগবে।
নারী ও শিশু সুরক্ষায় গৃহীত পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, পারিবারিক সহিংসতা ও সাইবার বুলিং রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে যুবসমাজকে আইটি খাতে দক্ষ হতে হবে।
অবৈধ বালু উত্তোলনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, প্রশাসনের একার পক্ষে বালুখেকোদের দমন সম্ভব নয়। এজন্য জনগণকেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জানান, মেঘনা নদীর ভাঙনে বহু পরিবার ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে, যা মূলত নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের ফল। প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলম, হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খান, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, নবীনগর ইউএনও রাজিব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন