মোঃ হাসান, বান্দরবান প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার রাত
পার্বত্য জেলা বান্দরবানে সব ধরনের ইটভাটা বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। গত শনিবার (২৪ আগস্ট) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ ও কাঠ-নির্ভর ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বান্দরবান জেলার সকল অবৈধ ও অননুমোদিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা ও থানচি উপজেলায় মোট ৬৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে লামা উপজেলা সদর ও ফাইতং ইউনিয়নেই রয়েছে ৩৮টি ভাটা। আদালতের নির্দেশে এরই মধ্যে লামা উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান জেলায় কোনো ইটভাটা চলবে না। ফাইতং ইউনিয়নে ইতিমধ্যে ছয়টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।”
মন্তব্য করুন