নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)’ নামে কোনো ছাত্র প্রতিনিধি বা প্রতিনিধির অস্তিত্ব নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আজ শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।”
প্রতিবাদলিপিতে আরো উল্লেখ করা হয়, আজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চাঁদাবাজি করতে গিয়ে আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়ে সংবাদ পরিবেশনের আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই ও দায়িত্বশীলতা পালনের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ