নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ছয়তলা ভবন হেলে পাশের সাততলা ভবনের গায়ে পড়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হেলে পড়া ভবনটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ছিল। হঠাৎ বিকট শব্দে ভবনটি পাশের ভবনের দিকে হেলে পড়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঘটনাস্থলে রওনা দিয়েছে।
ডেমরা থানার এক কর্মকর্তা জানান, ভবনটি কতটা বিপজ্জনক বা ভবিষ্যতে ভেঙে ফেলতে হবে কিনা—তা রাজউক নির্ধারণ করবে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ