মাহমুদুল হাসান: ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা ও মত বিনিময়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলার আহতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আহতদের মাঝে আর্থিক সহয়তা প্রধান করেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার ২৬ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাউন্সিল ভবন ৩য় তলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মোশাররফ হোসেন।
ড.খন্দকার মোশাররফ ফাউন্ডেশন, যুবকল্যাণ কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কর্মসূচির যৌথ উদ্যোগে দাউদকান্দি তিতাস -মেঘনা -হোমনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের সাথে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি, হোমনা তিতাস উপজেলার বিএনপির ও যুব দল, শ্রমিক দলের নেতাকর্মী সহ উপজেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় আর্থিক সহয়তা পান শহীদ পরিবারের ৫ জন। এরা হচ্ছে শহীদ মোঃ রিফাত, শহীদ মোঃ বাবু,শহীদ মোঃ মাহিম মুন্সী, শহীদ মোঃ ওবায়দুল ইসলাম, এছাড়াও শহীদ শাহিনুর বেগমের পরিবারকে আর্থিক সহয়তা করা হয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৪৫ জন আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহয়তা করা হয়।আর্থিক সহয়তার পাশাপাশি তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্বে ছিলেন ডাঃ মোঃ শাহিদুল হাসান (বাবুল) সন্ঝলনায় ছিলে, মোঃ এনামুল হক (সফর তালুকদার) সাধারণ সম্পাদক ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ড. খন্দকার মারুফ হোসেন। সচিব ড. মোশাররফ ফাউন্ডেশন, এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মিয়া মোহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন, সাইফুল আলম ভুইয়া, আবুল হাসেম, এম এ লতিফ ভুঁইয়া, জসিম উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ সেলিম সরকার, শওকত চৌধুরী পিটার, ওসমান গনি, মেয়েদী হাসান সেলিম ভুঁইয়া, খন্দকার মাহাবুব হোসেন তুষার। আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি থানার যুব ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোশাররফ হোসেন, জুলাই আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, গত ৫ আগস্ট একটি দুর্নীতি সরকার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এ দেশ থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। তাদের শাসন আমলে সরকারি প্রতিটি অধিদপ্তর দলীয় করন করে গেছে যা, বিএনপি সরকার গঠিত হলে হবে না। তিনি আরো বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, দেশে যে, স্থিতিশীল রয়েছে এটি একটি নির্বাচন দিলে থাকবে না।
আমরা চাই দেশ সংষ্কার করার পাশাপাশি অতিদ্রুত একটি নির্বাচন দেওয়া হউক।
মন্তব্য করুন