সামিমা আক্তার:
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২.০০ মিনিটে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর ক্যাম্পাস থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের এর সূচনা হয়। এ সময় তারা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পিরোজপুর টাউন ক্লাবের সামনে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে জাবিদ এর সঞ্চালনায় ও মইনুদ্দিন এর সভাপতিত্ত্বে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুহিবুল্লাহ,মনজুরুল,তাহমিদ,ইমন প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্রপন্থী। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।
বাংলা বিভাগের বিভাগের শিক্ষার্থী মইনুদ্দিন মহানবীর কটুক্তিকারীদের ফাসির দাবি জানায়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ