গত ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার “শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদিকে মামলা তুলে নেয়াসহ হত্যার হুমকি শিরোনামের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মোঃ মাসুম বাবুল “যুগ্ম আহবায়ক” আদাবর থানা বিএনপি,ঢাকা মহানগর উত্তর।
তিনি জানান, প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে। আমি উক্ত সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মাসুম বাবুল ” যুগ্ম আহবায়ক” আদাবর থানা বিএনপি সুনামের সঙ্গে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছি। আওয়ামীলীগ সরকারের আমলে আমার নামে ৯৮ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি ১১ বার জেল খেটেছি। বিগত সরকারের আমলে আমি নির্যাতিত।
গত ২০ আগস্ট হত্যার শিকার সোহেল রানার ভাই ইব্রাহিম খলিল বাদী হয়ে আদালতে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন। উক্ত মামলাটি আদালত আদাবর থানাকে মামলা এজাহারভুক্ত করার জন্য আদেশ দেন। এরপর আদাবর থানা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন উক্ত মামলা সস্পর্কে জানতে পারেন। মামলার এজাহারে এলাকা চিহ্নিত সন্ত্রাসীরা যাতে বাদ না পড়ে, সেই জন্য মামলার বাদিকে সহযোগিতা করতে আমাকে পাঠান।
যাতে প্রকৃত আসামীরা তার ক্ষতি করতে না পারে। এরপর আমি মামলার বাদি ইব্রাহিম খলিলের সঙ্গে যোগাযোগ করি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহিৃত করতে পারে, তার জন্য সক্রিয়ভাবে মামলার বাদিকে সহযোগিতা করছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যেন মামলার এজাহার থেকে বাদ না পড়ে। মামলার বাদিকে আমার পক্ষ থেকে হুমকির বিষয়টি সত্য নয়। মামলার বাদী ভুল ক্রমে আমার নাম বলায় ভুল তথ্যের সাথে সংবাদটি প্রকাশিত হয়। ভুল প্রকাশিত সংবাদের মাধ্যমে আমার সম্মানহানী এবং দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে । আমি এর তীব্র প্রতিবাদ করছি। সম্মানিত সম্পাদক মহোদয়ের কাছে নিবেদন বাদীর ভুল বিশ্লেষণে প্রকাশিত সংবাদের ‘প্রতিবাদ সংবাদ” প্রকাশ করার জন্য অনুরোধ করছি ।
বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির নিয়ম-শৃঙ্খলা মেনে সর্বদা পথ চলার সঙ্গে আমিও একমত। এ মুহূর্তে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের একজন কর্মী হিসাবে আমি সর্বদা কাজ করে যাচ্ছি বলেও প্রতিবাদ পত্রে দাবি করা হয়।
নিবেদক
মোঃ মাসুম বাবুল
“যুগ্ম আহবায়ক”
আদাবর থানা বিএনপি,
ঢাকা মহানগর উত্তর।
মন্তব্য করুন