একরামুল হক: ফারস গ্রুপের চেয়ারম্যান ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বন্যার্তদের জন্য ৬৫ লাখ টাকা প্রদান করেন। মার্কেন্টাইল ব্যাংকের বন্যা কবলিত এলাকার ৬ টি শাখার ব্যাবস্থাপকদের মাধ্যমে বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রান সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক বন্যা কবলিত ৬ শাখা হচ্ছে-ফুলগাজী শাখা,ছাগলনাইয়া শাখা,ফেনী শাখা,রাজনগর শাখা, কোরাইশমুনশী শাখা,সিন্দুরপুর উপশাখা।
ফারস গ্রুপের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন অসুস্থতার কারণে বন্যা দুর্গত ফেনীবাসীকে স্বশরীরে দেখতে যেতে পারেননি তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্বশরীরে না যেতে পারলেও ফেনীবাসীর জন্য মার্কেন্টাইল ব্যাংক হতে ৬৫,০০,০০০/ পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যবস্থা করেছেন।
১/ফুলগাজী,পরশুরামের জন্য ২০,০০,০০০/ বিশ লক্ষ টাকা।
২/ছাগলনাইয়ার জন্য ২০,০০,০০০/ বিশ লক্ষ টাকা।
৩/ফেনী সদরের জন্য ১০,০০,০০০/ দশ লক্ষ টাকা।
৪/দাগনভূঁইয়ার রাজাপুর ,সিন্দুরপুর ইউনিয়নের জন্য ১৫,০০,০০০/পনের লক্ষ টাকা।
সর্বমোট ৬৫,০০,০০০ / পঁয়ষট্টি লক্ষ টাকা প্রদান করেছেন ।
তিনি বলেন আপনারা বানভাসী অসহায় মানুষদের জন্য শুকনো খাবার অথবা নগদ টাকা যেভাবে ভালো হয় মার্কেন্টাইল ব্যাংকের উল্লেখিত ব্যাবস্থাপকের সাথে যোগাযোগ করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ