জিয়াউর রহমান:
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম আর ঘুষ বাণিজ্যের ক্যাশিয়ার খ্যাত! অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে । যার ইশারায় চলে যত অনিয়ম কৌশলে ঘুষ বাণিজ্য। আমিনুল, রূপগঞ্জের স্থানীয় বাসিন্দা হওয়ায় সবার কাছে সু-পরিচিত মুখ এবং তার কথায় এই রূপগঞ্জ পূর্ব সাব- রেজিস্ট্রি অফিসটিতে শেষ কথা। এই সাব- রেজিস্ট্রি অফিসটিতে একের পর এক সাব- রেজিস্ট্রার বদল হলেও আমিনুল দেদারছে অনিয়ম করেও বহাল তবিয়তে রয়েছেন বলে জানা যায়। এর আগে অফিস, রূপগঞ্জ পূর্ব সাব- রেজিস্ট্রি অফিস থেকে অন্যত্রে বদলী হলেও কিছুদিন যেতেই তদবীর করে পুনরায় যোগদান করেন বলে অভিযোগ রয়েছে। ঘুষ ছাড়া যেমন কোনো সেবা মেলে না তেমনি ঘুষেই মিলছে অহরহ জাল দলিল। ফলে ঘুষের কারবারেরই হাওয়া হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব সরকার। এসব অপকর্মের হোতা হিসেবে অভিযোগের তীর সাব-রেজিস্ট্রারের দিকে হলেও ঘুষ বাণিজ্যের সব কিছু সামলান
অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম। এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এর আগে তার অন্যত্র বদলি অনুমতি এলেও তিনি মোটা অংকের টাকার বিনিময়ে তদবির বাণিজ্য করে তিনি বছরের পর বছর রূপগঞ্জ পূর্ব সাব- রেজিস্ট্রি অফিসে দাপটের সাথে অনিয়ম আর ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আমিনুল গত- বেশ কয়েক বছরে রেজিস্ট্রি অফিসে চাকুরীর সুবাদে রূপগঞ্জ থানা এলাকায় নামে বেনামে একাধিক জায়গা জমি সহ বাড়ি গড়ে তুলেছেন। এলাকার একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে জমি, প্লট রেজিস্ট্রি করে দিয়ে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করেছেন অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম । স্হানীদের ভাষ্যমতে সাব- রেজিস্ট্রি অফিসের একজন অফিস সহকারীর মাসিক বেতন কত? মোঃ আমিনুল ইসলাম
কিভাবে এত সম্পদের পাহাড় করেছেন ? এতে কিছু অসাধু দলিল লেখকও তাকে সহযোগিতা করে থাকেন বলে অনুসন্ধানে জানা যায়। সরজমিনে জানা যায়, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম,
দলিল লেখকদের মাধ্যমে দলিল করতে সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে অফিস খরচের নামে মাসে কোটি টাকা ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এমনটাই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানান। দলিল লেখকরা জানান, অফিস খরচ ছাড়া একটা ফাইলও সই করে না সাব- রেজিস্ট্রার। দিনে কয়টা দলিল রেজিস্ট্রি হয় প্রতিদিন বিকালে প্রতিটা দলিল হিসাব করে আমিনুলের নিকট অফিস খরচের নামে টাকা দিতে হয় দলিল লেখকদের বলে জানা যায়। দলিল লেখকরা জানান, এই অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম, এর ঘুষ বাণিজ্যের কাছে অসহায় গ্রাহকগণ । আমিনুল টাকা ছাড়া তিনি কিছুই বুঝেন না এবং রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসে সাব- রেজিস্ট্রার অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম, ই শেষ কথা বলে জানা যায় । এ বিষয়ে দৈনিক শীর্ষ অপরাধ কে রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা । আমি দীর্ঘ চার মাস আগে রূপগঞ্জ পূর্ব সাব- রেজিস্ট্রি অফিসে যোগদান করি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ