মাসুদুল করিম, তিতাস প্রতিনিধি:
তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাজু (৩৫) কে গ্রেফতার করেছে। সে কুমিল্লার তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের মালু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৫ মে ২০২৫ ইং রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় রাজুকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলায় চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা সংক্রান্ত আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিতাস থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাজু পলাতক ছিল এবং অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সাজাপ্রাপ্ত কিংবা মামলার পলাতক কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না।”
আইনি প্রক্রিয়া শেষে রাজুকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন