গাজীপুর জেলা প্রতিবেদক :গাজীপুরের গাছা থানা এলাকায় শিল্পী আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আরাফাত (১৩) নামে ওই কিশোর গৃহবধূর সৎ ছেলে। বুধবার (২৪ এপ্রিল, ২০২৪) আরাফাত ঘুমন্ত অবস্থায় গৃহবধূ শিল্পীকে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি গাছা থানা অবগত রয়েছেন। গাছা থানার পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলেও জানান তিনি।
এদিকে শিল্পীর মৃত্যুর সংবাদ শুনে তার হাসপাতালে ছুটে আসেন তার ভাই শাহাবুদ্দিন। তিনি বলেন, শিল্পীর স্বামীর নাম মিজানুর রহমান একজন মুদি দোকানী। সে ছিল দ্বিতীয় স্ত্রী। আমি যতটুকু শুনেছি, মিজানের ডিভোর্সপ্রাপ্ত প্রথম স্ত্রীর দুই ছেলে আরাফাত (১৩) ও আদনান (৯)। এর মধ্যে বড় ছেলে (সৎ ছেলে) আরাফাত ঘুমন্ত অবস্থায় শিল্পীকে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় অন্যান্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় তাহেরুননেসা হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে পরে মারা যায়।
তিনি অভিযোগ করেন, তাকে হত্যার পেছনে শিল্পীর স্বামীও জড়িত। এ ঘটনার পর থেকে শিল্পীর স্বামীর বাড়ির লোকজন সবাই পালিয়েছেন।
নিহত শিল্পী শেরপুর সদর উপজেলার কুটারকান্দা গ্রামের চান্দু শেখের মেয়ে। মিজানের প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই ছেলে রেখে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। পরে শিল্পীর সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় মিজানুর রহমানের। শিল্পী আগে পোশাক কারখানায় কাজ করতেন। বিয়ের পর স্বামীর বাড়িতেই থাকতেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ