জুয়েল রানা,দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে পানিতে ডুবে মাদ্রাসার দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফুটবল খেলার সময় বল ডোবায় পড়ে গেলে আনতে গিয়ে ওই মাদ্রাসার দুই ছাত্র পানিতে ডুবে মারা যেতে পারে এলাকাবাসীর ধারনা। নিহতরা আল কোরআন একাডেমী মাদ্রাসার ছাত্র।
গতকাল (২৫ এপ্রিল) রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে বরকোটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত ইসলাম (৭) এবং আজিজ মিয়ার ভাতিজা ফয়সাল (৮)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের ডোবায় থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, মাদ্রাসা বন্ধ থাকায় দুই শিশু বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায় এবং খেলার মাঠের পাশেই ছিল ডোবা। খেলার সময় ফুটবলটি ওই ডোবায় পড়ে গেলে ফুটবল আনতে গিয়ে ওই দুই শিশু ডোবার পানিতে ডুবে মারা গিয়েছে এমন ধারনা করছেন।
এব্যাপারে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান মাদ্রাসার ২শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টা বিকালে জেনেছি লাশ মাটি দেয়ার পর।নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মৃত্যুর রহস্য উদঘাটনের আমরা চেষ্টা চালিয়ে যাব।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ