হৃদয় মিয়া (নবীনগর) : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে নবীনগর সরকারি প্রাইলোড উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বর্তমান এমপি জনাব ফয়জুর রহমান বাদল ও উপজেলা প্রশাসন তানভীর ফরহাদ শামীম , উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম, নবীনগর পৌরসভা মেয়র অ্যাডভোকেট শিভ শংকর দাস, নবীনগর সাব রেজিস্টার মোঃ তাফাজ্জল হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ সহ রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা এবং নবীনগর প্রেসক্লাব, গণমাধ্যম কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি ভবন,দোকান ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া এ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও সব সড়ক ও সড়কদ্বীপ সাজানো হয়েছে জাতীয় পতাকা ও রঙিন পতাকায়। গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ও ছিল আলোকসজ্জা।দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন