সোনা রং এর ধানের শীষে :-
জিয়া তুমি আছো মিশে।।
নিজের জমিতে ফলা সোনালী ধান;-
হাজারো কৃষকের খুশী ভরা প্রাণ।।
ধন ধান্যে ভরা ফসলের ক্ষেতে;-
উদাস করে মন, কাছে ছুটে যেতে।।
মায়ের আচঁলে যেনো নিশ্চিত শিশু মন;-
ফসলের মাঠে কাটে কৃষকের প্রতিক্ষন ।।
মাটির প্রতিটি কণা উর্বর প্রান্তরে;-
আশার স্বপ্ন কৃষকের অন্তরে।।
——————————-
বারাহীগোবিন্দ-
জায়লস্কর - দাগনভুঁইয়া ।
ফেনী।
তারিখ- ২৮/১১/২০২০ইং ।
——————————-
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ