আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আবুল কালাম আজাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিন) ইউনিয়নের ভল্লবপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মেঘনা উপজেলায় সমাজ সেবা অফিসের অফিস সহাকারী হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আজাদ শুক্রবার তার কর্মস্থল মেঘনা উপজেলা থেকে গৌরীপুর-হোমনা সড়ক দিয়ে নিজের মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি দেবিদ্বার যাচ্ছিল। তার মোটরসাইলটি তিতাস উপজেলা উত্তর আকালিয়া এলাকায় পৌঁছলে দাউদকান্দি থেকে হোমনাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিতাস থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) লিটন চাকামা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল করে থানায় নিয়ে আসেন।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ